প্রেস বিজ্ঞপ্তি: নাগরিক সেবা সহজীকরণের জন্য জেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ “Hellow DC” এর উদ্বোধধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আজ ২৬শে মার্চ বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাপটির উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইউএনও (সদর), অ্যাপ প্রস্তুতকারি প্রতিষ্ঠান TECSA এর স্বত্ত্বাধিকারি অমিত ও তার সহযোগীবৃন্দ, সহকারী কমিশনারগণ, সদর উপজেলার ইউডিসিবৃন্দ।
“Hellow DC” অ্যাপ এর মাধ্যমে জনসাধারণ অত্যন্ত সহজেই তাদের সেবাপ্রাপ্তির আবেদন, অভিযোগ সরাসরি জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর প্রেরণ করতে পারবেন। “Hellow DC” অ্যাপটি Google Play Store হতে সহজেই ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.hellowdc.tecsa
নাগরিক সেবা সহজীকরণে “Hellow DC” মোবাইল অ্যাপ এর উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট