প্রেস বিজ্ঞপ্তি: অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৫দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।
২৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের হাতে এ স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতি মন্ডলির সদস্য বিশ^নাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, কার্যনির্বাহী সদস্য এড. তারক মিত্র প্রমুখ।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে ধর্মীয় -জাতিগত সংখ্যালঘু ও আদিবাসি জনগোষ্ঠীর জন্য নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।