জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক: ফিংড়ীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অসহায় প্রতিবন্ধীর অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী আলাউদ্দীন গাজী প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের মৃত ইনতাজ আলী গাজীর ছেলে আলাউদ্দীন বিশ্বাস একজন শারিরক প্রতিবন্ধী। অসহায় এবং প্রতিবন্ধী হলেও ভিক্ষা না করে মটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনি আরও জানান, তার পিতার মৃত্যুর পর তার পরিবারের ৫সদস্যের মধ্যে তিনিই একমাত্র উপার্জনকারী। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে তার স্বল্প আয়ে বর্তমানে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান তার নিজস্ব এনজিও প্রতিষ্ঠান মিতালী সংঘ থেকে ঘর দেওয়ার নাম করে অসহায় প্রতিবন্ধীর নিকট থেকে ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন। কয়েক বছর অতিবাহিত হলেও ঘর না দেওয়া এবং ঘরের খোঁজ নিতে ইউপি সদস্যের কাছে গেলে তিনি ঘরের বিষয়ে কোন সমাধান দিয়ে কালক্ষেপন করে আসছে। অভাবের সংসারের ঘানি টানতে হিমসিম খাওয়া অসহায় প্রতিবন্ধী আলাউদ্দীন গাজী টাকা উদ্ধারের কোন উপায় না পেয়ে উক্ত টাকা ফেরত পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তবে স্থানীয়রা জানান, ঘর দেওয়া, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালিন ভাতা ও শিশু কার্ডের জন্য একাধিক পরিবারের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ইউপি সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে। অসহায় প্রতিবন্ধীর টাকা উদ্ধারসহ এহেন অনিয়মের প্রতিকার চেয়ে ইউপি সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।