আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা রিপা শাহরিন, তথ্যসেবা সহকারি রাবেয়া খাতুন প্রমুখ। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বাস্তবায়নে বক্তাগণ আলোচনা উপস্থাপন করেন।