
আশাশুনি প্রতিবেদক:
আশাশুনির দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দরগাহপুর দলের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ তামিম শাহরিয়ার। সদস্য বাপ্পী হোসেনের উপস্থাপনায় সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জামাল সরদার, সহ-সভাপতি আব্দুর রহমান ও আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আছাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ইসলাম, শেখ আরিফুল ইসলাম, মিরাজুল ইসলাম, জাহিদ হাসান, মাসুম গাজী প্রমূখ।
সভায় বক্তগন বলেন, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আলোচনান্তে সর্বসম্মতভাবে নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সকলেই নিয়মিত ছাত্র ও অবিবাহিত। সভাপতি শেখ তামিম শাহরিয়ার এইচএসসি ফলপ্রার্থী, সাধারণ সম্পাদক ইবাদুল সরদারের পুত্র জামাল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ইসলাম সাতক্ষীরা সরকারি কলেজে অনার্সের নিয়মিত ছাত্র।
এ কমিটির সকলেই বিভিন্ন স্কুল ও কলেজে নিয়মিত অধ্যায়নরত। এ ছাড়া সকলেই অবিবাহিত ও কখনও আওয়ামীলেিগর রাজনীতির সাথে জড়িত নহে। কিন্তু সরকারি দলের মদদপুষ্ট একটি মহলের ইন্দনে জনৈক সুমন গাজী ও নাজমুল হাসান সর্বজন গ্রাহ্য নবগঠিত দরগাহপুর ইউনিয়ন কমিটি সম্পর্কে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ মনগড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
যা বিএনপি ও অঙ্গসংগঠনের জন্য অত্যান্ত অত্যান্ত অপমানজনক ও হেয় প্রতিপন্নের শামিল। উপস্থিত সকলেই তাদের এহেন কার্যকলাপে তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে। প্রকৃত পক্ষ্যে ওই দু’ব্যক্তি সুমন ও নাজমুল এসএসসি পাশ মাত্র। তারা কোনদিন এলাকায় ও বাইরে বিএনপি ও অঙ্গসংগঠনের জাতীয় ও স্থানীয় কোন কর্মসূচীতে অংশ নেইনি বা কেহ দেখেনি। বর্তমানে তারা এলাকার বাইরে এক ভাটায় শ্রমিকের কাজ করতে গেছে বা করে আসছে। সভায় ওই দু’ব্যক্তিকে ভবিষ্যতে দলীয় কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে কুৎসা বা মিথ্যা রটনা করা থেকে বিরত থাকার অনুরোধ জানান ও তাদেরকে এলাকায় দলীয় সকল কার্যক্রমে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।