
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ০৬জানুয়ারী, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই (নিঃ) সুজিত কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউপি এর মাঝ পারুলিয়া গ্রামস্থ ইছামতি হ্যাচারী এ্যান্ড নার্সারী এর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুইয়া হোসেন (২৬), পিতা-মোঃ নুর ইসলাম গ্রাম- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে ৭ই জানুয়ারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ জানান দেবহাটা থানা পুলিশ অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে থাকবে। কেউ অপরাধ করে ছাড় পাবেনা। আমরা দেবহাটা থানার আইন শৃংঙ্খলা রক্ষার্থে সর্বদা সচেষ্ট।