
নিজস্ব প্রতিবেদক: তালার বাসিন্দা গিয়াস উদ্দীনের জন্য রইচপুরের মানুষেরা আতঙ্কে আছে। একের পর এক ঘের দখলের অপচেষ্টায় অতিষ্ট সবাই। এরইমধ্যে গতকাল মঙ্গলবার সাইদুজ্জামানকে গাছ কাটার ধারালো দা নিয়ে তাড়া করে গিয়াস। সে তার বাড়ির আশপাশের কারও জমিতে যেতেও দেবে না।
প্রতিদিনের ন্যায় সাইদুজ্জামান তাদের নিজ ঘেরের পারিপার্শ্বিক অবস্থা দেখতে যান। এসময় তাকে দেখতে পেয়ে গিয়াস গাছকাটার ধারালো দা নিয়ে খুন করার জন্য তাড়া করে। দৌড়ে পালিয়ে সাইদ্জ্জুামান নিজের প্রাণ বাঁচান। ঘের থেকে ফিরে মোড়ে গিয়ে এলাকার লোকজনকে জানালে তারা বিষয়টি জানতে গেলে তাদেও গিয়াস গাছ কাটা দা নিয়ে তাড়া করে। এসময় গিয়াস বলে এই ঘেরের উপর যার পা পড়বে তার মাথা কেটে নেব।
উল্লেখ্য, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘের লিজ নেয় গিয়াস উদ্দীন। কিন্তু বছর শেষে হারির টাকা পরিশোধ করে না। ঘেরের মালিকরা টাকা চাইতে গেলে তাদের ফিরিয়ে দেয় গিয়াস? সর্বশেষ চলতি মাসের ১৯ তারিখ গিয়াস তার ঘের সংলগ্ন আরেকটি ঘের নিজের দাবি করে ঘেরের ভেড়ি কেটে দেয়। ঘের মালিকের ছেলে সাইদুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে এসে গিয়াসের এ অপকর্মের প্রতিবাদ করে। তখন গিয়াসউদ্দীন তার স্ত্রীকে সাথে নিয়ে সাইদুজ্জামানকে মারধোর করে। একপর্যায়ে চিবিয়ে সাইদুজ্জামানের নখ তুলে ফেলে গিয়াস। সাইদুজ্জামানের চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা সাইদুজ্জামানকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাদের ওপরও চড়াও হয় গিয়াস। এরকম ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসী গিয়াসের ভয়ে তটস্থ। যে কোন অপ্রীতিকর ব্যবস্থা এড়ানোর জন্য ভুক্তভোগী ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।