
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদরে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় কোরিয়ার মুসলিম কমিউনিটি প্রবাসির সহায়তায় চাদর বিতরণ করা হয়। যারা সাতক্ষীরা সদরের একে বারে হত দারিদ্র্য তাদের একটু হলেও শীতের কষ্ট নিবারণের জন্য প্রতি বছর এ ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে প্রিয় প্রবাসী ভাইয়েরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক প্রফেসর মোঃ ইকবাল হোসেন, সাগত বক্তব্য রাখেন মাওঃ আঃ সালাম, উদ্ভোদনী বক্তব্য রাখেন মোঃ সাইফুল্লাহ, দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা হাফিজিয়া মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আবু মুসা। সমগ্র অনুষ্ঠিানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা মানবতার বন্ধনের প্রচার সম্পাদক বি.এম বিপ্লব। এছাড়া বিভিন্ন এলাকায় গোন্যমান্য বক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মোট একশত পরিবারকে এই শীতবস্ত্র বিতারণ করা হয় সাতক্ষীরা সদরে বিভিন্ন এলাকায়। এ সময় আয়োজকদের ব্যবহারে সাধারণ জনতা চাদর নেওয়ার সময় খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে। সার্বিক সহায়তায় সদরের প্রবাসী ভাইদের আত্মীয়-স্বজনেরা।