
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা জাসাসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ৩ টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল-কাদির ওরফে টাইগার সোহেলের সভাপতিত্বে ও জাসাস নেতা ফারুক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এসময় আরো বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিলন, সাতক্ষীরা জেলা মৎস্যজিবি দলের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন লিটন প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি দেশের একজন জনপ্রিয় নেতা হয়েও এই সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। যা খুবই অমানবিক। বক্তারা এ সময় তার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।