
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় মাদক ব্যবসায়ী জুয়াড়ি চক্রের হোতা কর্তৃক এক যুবক ও তার বিধবামাতাকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলা টাউনশ্রীপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র পারভেজ কবির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা থানার দাদপুর গ্রামের আব্দুল হামিদ ফটুর পুত্র আবুল খায়ের ও আবুল বাসার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ি। একই এলাকার বাবর আলীর পুত্র মনির হোসেনের ইন্ধনে তারা দুই ভাই এলাকায় মাদক ব্যবসা এবং জুয়ার আসর পরিচালনা করে আসছিল। বিশেষ টাউনশ্রীপুর বাজারে তাদের দোকানে অনলাইনে জুয়ার আসর বসিয়ে এবং প্রতিদিন উঠতি বয়সী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যে কারনে এলাকার কোন মানুষকে তারা মূল্যায়ন করে না। সম্প্রতি আবুল খায়েরের দোকানে যাতায়াতের সুবাধে সামান্য কিছু টাকা বাকী থাকে। আমি ধীরে ধীরে পরিশোধের আশ্বাস দিলেও আবুল খায়ের বিভিন্ন সময়ে টাকা দাবি করে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে গত ৯ ডিসেম্বর ২১ তারিখে বেলা ১০টার দিকে আবুল খায়ের ও তার ভাই আবুল বাসার আমাকে বাজারে পেয়ে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে আমার মাতা পারভীন বেগম (৩৮) আবুল খায়েরের কাছে মারপিটের কারন এবং কিসের টাকা পাবে এবিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আবুল খায়ের ও তার ভাই আবুল বাশার আমার মাতাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। সে সময় মায়ের ডাক চিৎকারে স্থানীয়রা মাতাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশংখ্যা জনক হওয়ায় দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মায়ের শারিরীক অবস্থার উন্নতি হয়নি। প্রায় মৃত অবস্থায় আমার মাতা হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১৮ বছর পূর্বে আমার পিতা মারা যান। তখন আমি শিশু ছিলাম। সেখান থেকে আমার মাতা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে। অথচ সামান্য কারনে ওই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা আমার মাতাকে মেরে গুরুতর জখম করেছে। আমার অন্যায় যদি থাকে আমাকে আরো মারুক কিন্তু আমার মাকে কেন মারবে?
এঘটনায় দেবহাটায় একটি এজাহার দায়ের করলেও এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। ওই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের কারনে এলাকায় মানুষ জিম্মি হয়ে পড়েছে। এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে গেলেও প্রত্যান্ত এলাকায় আবুল খায়ের ও আবুল বাসারদের মত মাদক ব্যবসায়ীদের দমন করতে না পারলে মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব হবে না। তিনি অবিলম্বে ওই মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।