
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির দরগাহপুরে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মিরাজ আলীর নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দরগাহপুর কলেজ মোড়, রামনগর সাতমোড়ক মোড়, খরিয়াটি নতুন বাজার ও কালাবাগী বাজারে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি বলেন- বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএম আক্তারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি স ম মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসান। এর আগে ৮ শতাধিক মোটরসাইকেল ও ১৫০টি মোটরভ্যান নিয়ে শেখ মিরাজ আলী ইউনিয়নের ১০টি গ্রামে ভোটারদের সাথে মতবিনিময় করেন।