
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডলের গতিরোধ এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা সাবেক মহিলা মেম্বর সুমিত্রা মন্ডলের স্বামী বিমল মন্ডল বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকালে খাজরা ইউনিয়নের দেয়াবর্ষিয়া জগদ্ধাত্রী প‚জা মন্ডপ চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়নের গ্রামবাসীর ব্যানারে আয়োজিত মানচবন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডল ও ইউ পি সদস্য প্রার্থী পরিতোষ কুমার গাইন। মানববন্ধনে এলাকার কয়েকশ’ নারী পুরুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জমির দালাল, মামলার দালাল বিমল মন্ডল ও তার বাহিনীর কয়েক সদস্য শুক্রবার কিমলের বাড়ির সামনে পরিতোষের এবং একই জায়গায় তারা শনিবার চেয়ারম্যান প্রার্থী নৃপেন মন্ডলের গতিরোধ করে এবং নানা ভয়ভীতি দেখানো সহ প্রাণ নাশের হুমকি দেয়। তারা অবিলম্বে বিমল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।