
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে নিরলসভাবে পরিশ্রম করে বাঁধ নির্মাণসহ ভাঙ্গন কবলিত মানুষদের সুরক্ষা ও জান মালের নিরাপত্তার পাশাপাশি সরকারি, বেসরকারি ও নিজ উদ্যোগে অভাবনীয় সহযোগিতা দিয়ে এসেছেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রীউলা ইউনিয়ন বাসীর জন্য আবু হেনা সাকিলকে পুনরায় নৌকা প্রতীক দিয়ে রদলীয় মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের প্রতীক নৌকা গণতন্ত্রের প্রতীক নৌকা, সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের প্রতীক নৌকা। সুতরাং উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনে সকল অপশক্তিকে রুখে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবু হেনা সাকিলকে পুনরায় নির্বাচিত করার আহŸান জানান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলের নৌকা প্রতীকের সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম উপরোক্ত কথা বলেন। এসময় জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকার হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।