
কালিগঞ্জ ব্যুরো: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সার্কেল এর পৃথক অভিযানে ৪০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন আলম কে গ্রেফতার করলেও অপর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে মনি পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় এবং ৩টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর এবং গোবিন্দপুর গ্রামে। আটককৃত মাদক কারবারি শাহিন আলম( ৩৫) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলিল উদ্দিনের পুত্র। অপরজন ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জোহর আলী গাজীর পুত্র মাদক কারবারি জাহাঙ্গীর আলম পালিয়ে গেলেও তার ঘর হতে ৩০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সার্কেলের উপ পরিদর্শক বিজয় মন্ডল এবং রাসেল বাদী হয়ে কালীগঞ্জ থানায় পৃথক ২ টি মামলা দায়ের করেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সার্কেলের উপ পরিদর্শক বিজয় মন্ডল এবং রাসেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার সময় অভিযান চালিয়ে মাদক কারবারি শাহিন আলম কে কালিকাপুর তার বাড়ী হতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর একটি পৃথক অভিযানে বিকাল ৩টার সময় উপ-পরিদর্শক রাসেলের নেতৃত্বে গোবিন্দপুর গ্রামে মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়ীতে অভিযান চালালে সে পালিয়ে গেলেও তার বাড়ী হতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।