
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মহাজনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় মহাজনপুর ফুটবল একাদশ ও চাপড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় মহাজনপুর ফুটবল একাদশের খেলোয়াড় মহির উদ্দীনের দেওয়া একমাত্র মহাজনপুর ফুটবল একাদশ ১-০ গোলে চাপড়া দলকে পরাজিত করে বিজয়ী হয়।
অবঃ শিক্ষক আলহাজ্ব জিএম হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন বুধহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এমডি ফিরোজ আহম্মেদ, রেজবিদান আলী সরদার, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু সাইদ, মেম্বার প্রার্থী আত্তাবুজ্জামান খোকন, মহিলা মেম্বার প্রার্থী দোলন খাতুন, রাবিদা খাতুন, শিল্পী আকতার, সুমঙ্গল দাশ, মাষ্টার রণজিৎ হালদার প্রমুখ। খেলায় শ্রেষ্ঠ গোলকিপার ও শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন মহাজনপুর দলের রায়মোহন ও মহিরউদ্দীন। খেলা পরিচালনা করেন আবু অহিদ বাবলু, ইয়ামিন হোসেন ও আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা, সুমঙ্গল দাশ ও ডালিম হোসেন।