
আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীস এর অন্তর্গত আশাশুনি উপজেলার কাদাকাটি জমঈয়তে আহলে হাদীস এর কমিটি পূনর্গঠন করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে কমিটি পূনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাদাকাটি জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি উপাধ্যক্ষ এএসএম ওবায়দুল্লাহ গযনফর। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে জমঈয়তের দাওয়াত ও তাবলীগী কাজকে তরান্বিত করতে সকলের প্রতি আহবান জানান। কাদাকাটি জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী মাওলানা আহসান উল্লাহ এর সঞ্চালনায় এসময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, জেলা জমঈয়তের দাঈ শাইখ রবিউল ইসলাম, শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী রবিউল ইসলাম, জেলা শুব্বানের সভাপতি মাওলানা আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী মোহাম্মাদ হাবিবুল্লাহসহ জমঈয়ত ও শুব্বানে আহলে হাদীসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আগামী ৩ বছরের জন্য রেজাউল হককে সভাপতি ও মাওলানা আহসান উল্লাহকে সেক্রেটারী করে ২৭ সদস্য বিশিষ্ট কাদাকাটি জমঈয়তে আহলে হাদীস এর কমিটি পূনর্গঠন করা হয়।