
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা ঋষি-দলিল সিসিইউ সমূহের ফেডারেশন নেতৃবৃন্দের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশন সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। কারিতাসের সিডিএ ধীমান রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কারিতাসের প্রকল্প ইনচার্জ আনন্দ দাস। অন্যদের মধ্যে উপজেলা ঋষি-দলিল ফেডারেশনের সেক্রেটারী মাখন লাল সরকার, সাংগঠনিক সম্পাদক যাকব আচারী, অর্থ সম্পাদক অনিমেষ দাস, বেনডিক্ট সরকার, হাজরা দাস, শংকর মন্ডল, কার্ত্তিক সিং, পলাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সমাজসেবা কর্মকর্তা ঋষি-দলিল ফেডারেশনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশা মূলক আলোচনা রাখেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন।