
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা সদরের হাড়িভাঙ্গা একতা সঙ্গীত একাডেমি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় হাড়িভাঙ্গা বাজার সংলগ্ন ভাই ভাই সাউন্ড কার্যালয়ে একাডেমি উদ্বোধন করা হয়।
একাডেমির পরিচালক জিএম মিলনের সঞ্চালনায়, সাংবাদিক লিংকন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাই ভাই সাউন্ডের পরিচালক আসলাম হোসেন, একতা সঙ্গীত একাডেমির মিউজিসিয়ান তাপস মিস্ত্রী, একাডেমির শিল্পী ছন্দা রানী মন্ডল, এন্ড্রু আকাশ, আব্দুর রহমান, সুজায়, হুমায়ুন কবির, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি সাংবাদিক লিংকন আসলাম বলেন, বিনোদন মাদকদ্রব্য থেকে যুবসমাজকে দুরে রাখে। যুবসমাজকে উন্নত করতে বিনোদনের প্রয়োজন। মাদকদ্রব্য মানুষের জীবন ধ্বংস করে দেয়, আর বিনোদন মানুষের মনকে ভালো রাখে। যুবসমাজকে উৎসাহিত করতে, মানুষের মনে আনন্দ দিতে আমাদের এই একাডেমি করা। অনুষ্ঠানে একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।