
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে ১৬ ডিসেম্বর’২১ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর প্রতুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, ৯টায় শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, দুপুর ১২ টায় চলচিত্র প্রদর্শনী, বাদ জোহর মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, ১টা ৩০মিনিটে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় মহিলাদের আলোচনা সভা, সাড়ে ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।