
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। রবিবার (২১ নভেম্বর) বিকালে তিনি আশাশুনি সদরের ৬নং ওয়ার্ডের হাঁসখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা করেন। ভক্ত কুমার বৈরাগির সভাপতিত্বে এবং ধর্মদাশ মÐলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম। মতবিনিময় সভায় স্থানীয় শত শত মানুষজন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, এ এলাকার তিন হাজার বিঘা জমি ভ‚মিদস্যুদের হাত থেকে রক্ষা করে জমি মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢালী মো. সামছুল আলম। অসংখ্য মানুষের জন্য প্রতিনিয়ত দিন-রাত কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি এ এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় আছেন। তাই যাতে আমরা আগামীতে তাকেই নির্বাচিত করতে পারি সেভাবে কাজ করবো।