
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগের আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা তাঁতীলীগের আহবায়ক হুমায়ুন কবির রাসেল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, বুধহাটা ইউনিয়ন কমিটির কার্যক্রম গতিশীল না থাকায় প‚র্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ইউনিয়ন কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষে মোঃ কেসমত আলীকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি এক প‚র্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় বাংলাদেশ তাঁতীলীগের জেলা সভাপতি কাজী মারুফ হোসেন, উপজেলা তাঁতীলীগ আহবায়ক হুমায়ুন কবির রাসেল, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, সহসভাপতি সাদ্দাম হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।