
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আশাশুনির প্রতাপনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম বাবু, যুবলীগের সভাপতি আব্দুল বারিক, ছাত্রলীগের সভাপতি আসিকুর জামান ঢালী, ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান গাইন, তিন নম্বর ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, ৫নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান গাজী, ৬নম্বর ওয়ার্ড সভাপতি এ বি সিদ্দিকী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মুশফিকুর রহমান লিটন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৯নম্বর ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনজুরুল হক নান্টু ও কৃষক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সিরাজুল ইসলাম মোড়ল, এরশাদ আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।
সভায় দীর্ঘ আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নাম কেন্দ্রে পাঠানোর একক সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের তিনজনের নাম পাঠানোর প্রস্তাব থাকায় বাকি দুজনের নাম সভায় গৃহীত হয়। তারা হচ্ছে, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ।