
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় স্কুল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের এডহক কমিটির সভাপতি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, সাবেক বিদ্যুৎসাহী সদস্য সিরাজুল ইসলাম। সহকারী শিক্ষক মঞ্জুর হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক হামিদা খাতুন, শিক্ষক প্রতিনিধি আলমগীর কবীর ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আসমা সুলতানা জেরিন বক্তব্য রাখেন। এবছর স্কুল থেকে মানবিক বিভাগ থেকে ২০ জন ও ব্যবাসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।