
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বদরতলা মৌমাছি সংস্থার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এনজিও মৌমাছি’র বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়নের ৩০ জন যুবক অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।