
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রনজিত কুমার বৈদ্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের সিসিইউ ১নং বেডে ভর্তি করা হয়েছে। তার দ্রæত সুস্থতা কামনা করেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম।