
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে দু’পক্ষের মাঝে পূর্ব বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে জখমী এক মেম্বর প্রার্থী ও তার পরিবার। ঘটনাটি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের। লিখিত এজাহার ও মামলার বাদী রেজাউল সরদারের বিবরনে প্রকাশ, তার ও তার পরিবারের লোকজনের সাথে জায়গা জমি বিষয়ে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দীন সরদারের পুত্র রায়হান ও কাশেম আলী গং দের পূর্ব বিরোধ রয়েছে। ঘটনার দিন গত ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন তার বসতবাড়ীর সীমানায় অনধিকার প্রবেশ করে কুড়াল দিয়ে গাছ কাটাতে থাকে। তখন তার ভাইপো ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী গোলাম মোস্তফা গাছ কাটতে নিষেধ করে। এ সময় প্রতিপক্ষের রায়হান, কাশেম আলী সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে মেম্বর প্রার্থী মোস্তাফাকে মারপিট করে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি হাসপাতালে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রেজাউল সরদার বাদী হয়ে প্রতিপক্ষের তিন জনের নামে গত ০৩ নভেম্বর তারিখে আশাশুনি থানায় ৭নং একটি মামলা দায়ের করে।
অপরদিকে গোলাম মোস্তফা গং প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করে ভিটেবাড়ী জবরদখলের চেষ্টা কালে তাতে বাঁধা দিলে মোস্তফা গং প্রতিপক্ষের লোকজনকে মারপিট করে আহত করে অভিযোগ করে প্রতিপক্ষের কাশেম আলী বাদী হয়ে থানায় পৃথক একটি মামলা দায়ের করেছে। পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় এস আই অভীক ঘটনাস্থল পরিদর্শন করে।
এ দিকে এলাকার এক প্রভাবশালীর ছত্রছায়ায় প্রতিপক্ষের লোকজন মেম্বর প্রার্থী গোলাম মেস্তাফা ও তার চাচা রেজাউল সরদারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ ভূক্তভোগীদের। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছে এলাকার সচেতন মহল।