
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে গ্রাম পুলিশ (দফাদার/মহল্লাদার) দের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এ পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরের জন্য পোষাক সরঞ্জামাদি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনার মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ দ্রব্যাদি সরবরাহ করে। প্রত্যেকের জন্য ফুল শার্ট ১টি, হাফ শার্ট ১টি, ফুল প্যান্ট ২টি, ঘাড়ের ব্যাজ (দফাদার) ২টি, কাপড়ের জুতা ১ জোড়া, বেল্ট ১টি, শাড়ী, বøাউজ, পেটিকোড (মহিলা) ২টি করে, চামড়া জুতা ১ জোড়া করে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন দ্রব্য সামগ্রী বিতরণ করেন।