
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমবায় অফিসার করিমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, এসএপিপিও আঃ গনি, ডিলার বিভাস দেবনাথ, আছাফুর রহমান, সিরাজুল ইসলাম, আঃ সামাদ, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় খুচরা সার ও বীজ ডিলার নিয়োগ, অবৈধ সার বিক্রয় বন্ধে সিদ্ধান্ত, সারের সমবন্টন, প্রাণি সম্পদ ও মৎস্য দপ্তরে সার বরাদ্দ, কুল্যা ৯নং ওয়ার্ডে ডিলার নিরুদ্দেশ থাকায় পত্র প্রেরন ও তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন, আশাশুনি গোডাউন ছোট থাকায় বড় গোডাউন ব্যবস্থা করার নির্দেশ, অন্যথায় লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রনোদনার বীজ সামগ্রী বিতরণের জন্য গম বীজের জন্য ১০০ জন, ভুট্টা বীজের জন্য ১০০ জন, সরিষা বীজের জন্য ৫০০ জন ও খেশারীর ডাউল বিতরণের জন্য ২০ জন ব্যক্তির তালিকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।