
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বেতনা নদীতে বহমান ¯্রােত এলাকায় চরভরাটি জমিতে অবৈধ ভাবে দখল নিয়ে বাঁধ দেওয়ার প্রতিযোগিতা চলছে। একের পর এক বাঁধ দিয়ে নদী দখলের কারণে প্রতিনয়ত নতুন নতুন চর জেগে ওঠায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
বেতনা নদীর গুনাকরকাটি ্ব্রীজ ও আশপাশের এলাকায় নদীর চরে অবৈধ দখলের উৎসব চলছে। প্রতি বছর নদীতে জোয়ারের সময় ¯্রােত বহমান থাকা এলাকায় সামান্য চর ভরাট হলেই মাটির বাঁধ দিয়ে দখল নিতে দেখা যায়। এতে সেখানে ¯্রােত যেতে না পারায় পাশেই ভরাট হতে শুরু করে। আর পরবতীতে সেখানেই একই ভাবে বাঁধ দিয়ে ভরাট করার কাজ চলতে থাকে। এব্যাপারে পত্রপত্রিকায় রিপোর্ট হলে তাৎক্ষণিক ভাবে বাধা নিষেধ করা হলেও পরবর্তীতে আর দেখভাল না থাকায় পুনরায় নদীর দখল হয়েই চলেছে।
গত কয়েকদিন ধরে পালপাড়ার কাছে কুল্যা গ্রামের যুধিষ্ঠি মন্ডলের ছেলে সঞ্জিত মন্ডল, ব্রীজের নীচে গুনাকরকাটি গ্রামের বায়জিদ মিস্ত্রীর ছেলে লালু মিস্ত্রী ও ভাটার কাছে কুল্যা গ্রামের আঃ গফফার অবৈধ ভাবে বাঁধ দিয়ে চর দখলের কাজ করে যাচ্ছে। দিনের বেলায় কাজ না করে তারা রাতের বেলায় মাটির কাজ করে থাকে। বিষয়টি গুরুত্ব সহকারে নজরে নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।