
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওয়ার্ড কৃষকলীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুল্যা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী। ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রবিউল ইসলাম বাদশার সঞ্চালনায় সম্মেলনে ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। দিদারুল ইসলামকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, রাসেল রানা ও বাবলুর রহমান সহ-সভাপতি, আঃ কাদেরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া ২০ জন কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়। পরে ৭নং ওয়ার্ডে পৃথক সম্মেলনে ওঢয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়। অতিথিবৃন্দসহ ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুমন হোসেনকে সভাপতি, মোত্তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, আবুল বাশার, মনিরুল ইসলাম, সাইফুল ইসলামকে সহ-সভাপতি, জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।