
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর’২০২১ তারিখে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক স্বাক্ষরিত পৃথক পত্রে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৪ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন এস.এম হোসেনুজ্জামান হোসেন, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও আক্তার হোসেন শাহীন, সদস্য সচিব হারুন অর রশিদ। অন্যান্য সদস্যরা হলেন নজরুল ইসলাম সরদার, কামাল হোসেন, কামরুজ্জামান, খলিলুর রহমান, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, ফুলবারী সরদার, মঞ্জুরুল ইসলাম নান্টু, ফারুক হোসেন সানা, বাবুরাম সানা, মফিজুল ইসলাম, সঞ্জয় মন্ডল, ইঞ্জিঃ হিমেল, গৌরপদ মন্ডল, ওসমান গাজী, কিনারুল ইসলাম, প্রসেনজিৎ মন্ডল, বিল্লাল হোসেন গাজী, পিযুষ কুমার মন্ডল ও বারেক গাজী। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।