
নিজস্ব প্রতিবেদক,আশাশুনি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় কাদাকাটি হাজিরহাট ব্যাংক হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আউটলেট শাখার স্বত্বাধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল। এসময় প্রধান শিক্ষক এখলেছুর রহমান, গ্রাম ডাক্তার আনিছুর রহমান, পিস টিভির সাবেক উপস্থাপক মাও জাহাঙ্গীর আলম, কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আহসানুল্লাহ।