
আশাশুনি প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর আওতায় আশাশুনিতে কর্মরত শিক্ষকদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সিনিঃ এএসপি (দেবহাটা সার্কেল) এম এম জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির। সভায় আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান, হাফেজ আঃ গফফারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় বর্তমানে সারাদেশ ব্যাপী মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর ন্যাক্কার জনক হামলাসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এব্যাপারে সকল মসজিদে ইমামদেরকে সচেতনতা মূলক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং কোন প্রকার সাম্প্রদায়িকতা সৃষ্টি বা উস্কাশিমূলক কথা ও কাজ না করার ব্যাপারে ইমামদেরকে ভ‚মিকা রাখার বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।