
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে ঝুঁকিপূর্ণ সড়কে যানবাহন মোড় নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও দেখার কেউ নেই। ফলে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালক ও যাত্রীরা প্রাণ হাতে নিয়েই কুল্যার মোড় অতিক্রমে বাধ্য হচ্ছে।
আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কুল্যার মোড় হয়ে দরগাহপুর-বাঁকা গামী সড়কে ঢুকতে হয়। কুল্যার মোড় সড়কের মধ্যে একটি ব্যস্ততম স্থান। এখানে প্রতিদিন শত শত যানবাহন ক্রস করে থাকে। মোড়ে সাতক্ষীরা বা আশাশুনি গামী মিনিবাস যেমন থেমে থাকে, তেমনি দরগাহপুর-বাঁকাগামী যানবহন যাত্রীর অপেক্ষায় অপেক্ষমান থাকে। এছাড়া, ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান, ইজিবাইক, মোটর সাইকেলসহ নানা যানবাহনের অবস্থান এই কুুল্যার মোড় এলাকায়। আশাশুনি-সাতক্ষীরা মেইন সড়ক থেকে দরগাহপুর-বাঁকা গামী সড়কে নামতে গেলে ঝুঁকিটা খুবই মারাত্মক। মোড়ের সড়ক ভাঙ্গতে ভাঙ্গতে এতটা উচুনিচু হয়ে গেছে যে, মালবাহী ট্রাক বা অন্য যানবাহন মোড় নিতে গেলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে ৮০%। একটু অসতর্ক হলেই যানবাহন উল্টে পাশের যানবাহন, পথচারী, টিউবওয়েল বা দোকানের উপর গিয়ে পড়তে দেখা যায়। সামান্য কাজ; একটু খোয়া-বালু-পিচ কিংবা অন্য ভাবে উচুনিচুটা কমানো হলে আর এই ঝুঁকি থাকে না।
সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনজর দিলেই দুর্ঘটনার ঝুঁকি বন্ধ করা মোটেই কঠিন হবেনা। তাই স্থানীয় ভুক্তভোগি মানুষ, ব্যবসায়ী, যানবাহন চালকদের আকুতি দ্রæত বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের ব্যবস্থা নেওয়া হোক।