
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহি অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবাইদুল্লাহকে বুধবার (৬ অক্টোবর) বেলা ২টায় পৃথক পৃথকভাবে দেবহাটার ঐতিহ্যবাহি স্বেচ্ছাসেবি সংগঠন ফেয়ার মিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের নেতৃত্বে একটি দল এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান শাওন, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সিনিয়র সাংবাদিক আর,কে বাপ্পা, ফেয়ার মিশনের সিনিয়র সদস্য জসিমউদ্দীন মিথুন, ফেয়ার মিশন ক্যাটারিং সার্ভিসের প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ফেয়ার মিশনের দেবহাটা সদর শাখা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ। এ সময় ফেয়ার মিশনের নেতৃবৃন্দ নবগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসর এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবাইদুল্লাহকে ফেয়ার মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং ফেয়ার মিশনের সকল প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনায় সহযোগিতা কামনা করেন।