
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় “বীর নিবাস আবাসন” প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তালিকা প্রনয়ন করা হয়েছে। তালিকায় ১২ জনের মধ্যে ৭ জন স্বচ্ছল মুক্তিযোদ্ধা। তালিকা বাতিল, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়নের দাবীতে মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন মুক্তিযোদ্ধা “বীর নিবাস আবাসন” প্রকল্পে আবেদন করেন। যার মধ্যে যাচাই বাছাইতে ১২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাই করা ১২ জনের মধ্যে ৭ জন স্বচ্ছল ও প্রচুর অর্থ সম্পদের মালিক বলে ১৭ জন মুক্তিযোদ্ধাদের স্বাক্ষরিত ও সাবেক দু’উপজেলা কমান্ডার গাজী রুহুল আমিন ও অধ্যক্ষ আবুল কালাম আজাদের সুপারিশকৃত অভিযোগে দেখা যায়। অভিযোগে আরও বলা হয়েছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর যোগসাজসে উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের না জানিয়ে গোপনে এ অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। বিষয়টি স্বচ্ছতার সাথে সরেজমিনে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজামান বাবু ও মনিরুজ্জামান তালুকদার জেলা প্রশাসক, খুলনা বরাবর অভিযোগ করা হয়। এব্যাপারে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর ০১৭১১০৬৫৭০০ নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন বিষয়টি অবগত হয়েছি। গুরুত্ব সহকারে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।