
আশাশুনি ব্যুরো : বাসের হেলফার, ড্রাইভারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আশাশুনিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইজিবাইক চালক সমিতি। রবিবার সন্ধ্যায় চাপড়া হিন্দোল যুবসংঘের মাঠে ৫ শতাধিক ইজিবাইক মালিকের অংশগ্রহনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। কামরুজ্জামান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইজিবাইক চালক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি সুমন হোসেন, বুধহাটা ষ্ট্যাÐের সভাপতি খোকন, সেক্রেটারি রবিউল ইসলাম, বড়দল ষ্ট্যাÐের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি আজিজুল ইসলাম, সমাজসেবক কামরুল ইসলাম ফকির প্রমুখ। বক্তারা বলেন- সমিতি থেকে ঋণ নিয়ে, বাড়ীর সম্পদ বিক্রি করে ইজিবাইক কিনে সংসার চালাচ্ছি। কিন্তু বাসের ড্রাইভার ও হেলফারদের অত্যাচার-নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। হয় আমাদের রাস্তায় ইজিবাইক চালাতে দেন না হয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ইতোমধ্যে আমাদেরকে মারপিট করে মামলা দিয়ে ও গাড়ী ভাংচুর করা হয়েছে। আমরা এ অন্যায়ের বিচার চাই। প্রধান অতিথি সবার বক্তব্য শুনে বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরসন করবেন বলে ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। ###