
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই সময় সোহরাব হোসেন বাড়ির পাশে তাদের বাঁশবাগান থেকে বাঁশ কাটছিলেন। পাশ্ববর্তী বিদ্যুতের তারে কাটা বাঁশ পড়লে সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানা পুলিশ জানায়।