নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুরবাড়িয়া গ্রামের মৃত খলিফ মান্দারের ছেলে শহিদুল মাস্টারের বিরুদ্ধে জেল থেকে জামিনে বাড়িতে এসে ঘরে আসবাবপত্র ভাংচুরসহ তার স্ত্রীকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শহিদুল মাস্টারের স্ত্রী ভুক্তভোগী শারমিন সুলতানা বলেন, আমার স্বামী শহিদুল শ্যামনগর কাশিমাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। চাকরির সুবাদে আমার স্বামী শ্যামনগর থাকে। পারুলিয়ায় আমাদের বাড়িতে আসে না। আমি খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারি আমার স্বামী শ্যামনগর কাশিমাড়ী শিক্ষকতা করার সুবাদে ওখানে প্রাইভেট পড়াতো এবং সেখানে সে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। যার ফলে আমি বাড়ি আসতে বললে সে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এমনকি যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময়ে গালিগালাজ করা সহ নির্যাতন করতো। যৌতুকের প্রতিবাদ করার ফলে আমাকে তালাকের হুমকি দিত। আমি আমার স্বামীকে বাড়িতে আসার জন্য বললে সে বলতো তোর বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দে, তাহলে আমি বাড়িতে আসবো।
শারমিন সুলতানা আরো বলেন আমার স্বামীর হাত থেকে বাঁচার জন্য আমি গত ১০/০৩/২০২১ তারিখে সাতক্ষীরা কোটে আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করি। আমার স্বামী কয়েক দিন জেল খেটে তার পর জামিনে বের হয়ে গত ২৫ আগস্ট বুধবার সন্ধ্যায় পারুলিয়া খেজুরবাড়িয়ায় আমাদের বাড়িতে এসে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও আমাকে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে। যার ফলে আমি খুবই অসহায় ও ভয়ের ভিতরে রয়েছি। এজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।