
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ইউআরসি ইনস্ট্রাক্টর। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে তিনি বিদ্যালয়গুলো পরিদর্শন করেন। কুল্যা ইউনিয়নের কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ইমান উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ওয়ার্কশীট বিতরণ ও মূল্যায়ন, গুগোলমিটে পাঠদান, বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে আলোচনা ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।