
রাশেদ আলী, যশোর থেকে: মনিরামপুর উপজেলার রাজগঞ্জে হানুয়ার গ্রামের এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায় ১০ আগস্ট দুপরে ঐ গ্রামের হোসেন আলী গাজির শিশুপুত্র সামিউল (১৮ মাস) বাড়ির আঙ্গিনায় খেলতে যেয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়। শিশুটির মা শিশুটিকে না পেয়ে এদিক ওদিক খুঁজাখুঁজির এক পযার্য় বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে তার আত্মচিৎকারে আশ পাশের লোক এসে পুকুরে পানি থেকে সামিউলের লাশটি উঠিয়ে আনেন।