
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুরে ৯ নং ঝাঁপা ইউনিয়ন শাখা যুবলীগের উদ্যোগে রাজগঞ্জ বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে রবিবার (৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি শিমুল হোসেনের পরিচালনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের পরিবারের উপর নৃশংস হত্যাকান্ড নিয়ে আলোচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় আগষ্ট মাস ব্যাপী শোক দিবস পালন করতে সকল স্তরের নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন। উক্ত আলোচলা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে তবারক বিতারনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষে হয়। এসময় উপস্থিত ছিলেন মাষ্টার কামাল হোসেন, অমেদ আলী, রনি বিশ্বাস, ইব্রাহিম হোসেন, মোঃ জনি, সহ ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দ। দোয়া অনুষ্টান পরিচালনা করন কারী আ. গণি।