
সাতনদী অনলাইন ডেস্ক: ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে র্যাব। শুধু তাই না নতুন ধরনের মাদক ‘আইস’সহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মদ।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম পরীকে আটকের পর র্যাব সদর দপ্তরে নেয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, ‘এগুলো পরীমণি সেবন করতেন কিনা তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।’
বুধবার (৪ আগস্ট) র্যাব সদস্যরা নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায়। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযানে নিজ বাসা থেকে সন্ধ্যায় আটক হন পরীমণি। তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে র্যাবের সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।