
শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে হবি ঢালীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ীর জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিকসহ সবাইকে অস্ত্রের মুখে বেধে ফেলে। এক পর্যায়ে ঘরে আলমারিতে রক্ষিত নগত ১২হাজার টাকা সহ ৬লক্ষাধিক টাকা মূল্যের সোনার গহনা লুট করে ডাকাত দল। তিনি ওই গ্রামে মৃত গোলাম রহমান ঢালীর ছেলে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।