
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় নির্দিষ্ট সময়ের মধ্যে ধানের চারার রোপন কাজ ও বীজতলা পরিদর্শন করা হয়েছে। রবিবার উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকে বুধহাটা গ্রামের আজহারুল ইসলাম ও নওয়াপাড়া গ্রামের রফিকুল সরদার গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমন ব্রিধান-৮৭ বীজতলা তৈরি করেন। ব্রি উপকেন্দ্র বিনেরপোতা কর্তৃক প্রদানকৃত ব্রিধান-৮৭ আমন ধানের ৫ একরের প্লটে বীজতলা করেন। চারার বয়স ২২ দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে রোপন কাজ করা হচ্ছে। রোপন কাজ পরিদর্শন এবং আমন বীজতলা পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে তিনি বসতবাড়িতে সবজির পুষ্টি বাগান প্রকল্পের শ্বেতপুর গ্রামের চাষী রেশমা খাতুন এবং লতিকা রাণী ঘোষের সবজি বাগান পরিদর্শণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।