
আশাশুনি প্রতিবেদক: প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বেড়ী বাঁধ মেরামতের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মুরাদ আহম্মেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশু মোড়ল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, আমজাদ হোসেন, নওশের আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমূখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।