শেখ বাদশা: আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা বন বিভাগের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে বাহাদুরপুর -গাবতলা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। “মুজিববর্ষের অঙ্গীকার, সোনার বাংলা করি সবুজে সমাহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপনের অংশ হিসাবে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর -গাবতলা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন উপজেলা ফরেস্ট অফিসার আছাফুর রহমান। এসময় ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজ সেবক মোঃ মইনুর রহমান, ফজলুর রহমান দুখী সহ স্হানীয় যুব-সমাজ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নবাসীকে কমপক্ষে ২টি করে গাছ লাগানোর জন্য আহবান জানান অতিথিবৃন্দ।
কুল্যায় বন বিভাগের বৃক্ষ রোপন
পূর্ববর্তী পোস্ট