
মহাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– বাড়িতে মাদক বিক্রির সময় ৬.২৫ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট মকবুল গাজী (৬০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী সাতক্ষীরার কালীগঞ্জের উজিরপুর গ্রামের জমির উদ্দিন গাজীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আশীষ ঘোষ ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান মঙ্গলবার বেলা সাড়ে ৫ টার সময় কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে তার বসত বাড়ি তল্লাশি করে গাঁজা বিক্রির সময় হাতেনাতে মকবুল ও তার স্ত্রী নাসিমা কে গ্রেফতার করা হয়। তার নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। অভিযানের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, সাতনদীকে বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপস নয়, এ ভাবে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।