
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনীর জন্য রোপা আমনবীজ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের প্রদর্শনীর জন্য এ বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব খাত প্রদর্শনী ৩০টি, রাজস্ব খাত ফলোআপ প্রদর্শনী ৮০টি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম ও পাট উৎপাদন প্রকল্পের আওতায় ৮টি প্রদর্শনীতে এ বীজ বিতরণ করে। রাজস্ব খাতের প্রদর্শনী ও ফলোআপ প্রদর্শনীর ১১০টি প্রদর্শনীকে ৫ কেজি করে ভিত্তি ও প্রত্যায়িত বীজ ধান (ব্রিধান) বিতরণ করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান গম ও পাট উৎপাদন প্রকল্পের আওতায় ৮টি প্রদর্শনীকে ৫০ কেজি করে বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান বীজ বিতরণ করেন।