
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জমি ও গৃহ প্রদন কার্যক্রম উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থানায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন অফিসের কমকর্তাবৃন্দ ও জমি বা গৃহ গ্রহনকারী পরিবারের ভূমিহীন-গৃহহীনগন। উদ্বোধনী অনুষ্ঠনে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়। পরে উপজেলার শোভনালী ৫২টি, বড়দলে ১৫টি, শ্রীউলায় ৯টি, প্রতাপনগরে ৩৬টি, আশাশুনি সদরে ৬৬টি, কুল্যায় ৩৯টি, বুধহাটায় ৩৩টি, কাদাকাটি ৪টি ও দরগাহপুর ৬টি মোট ৮ টি ইউনিয়নে ২৬০ জনকে জমি ও গৃহ প্রাদান ২য় পর্যায় কার্যক্রমের লক্ষে উদ্বোধনীতে ৬২ টি পরিবারকে দলিল ও ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।